বকখালী সমুদ্র থেকে এক পর্যটকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রবিবার বিকেলে সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীরা এক পর্যটককে অচেতন অবস্থায় ভেসে যেতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশকে। পুলিশ এসে পর্যটককে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রঞ্জিত মন্ডল। তিনি শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। আজ মৃত দেহের ময়নাতদন্ত হবে কাকদ্বীপ হাসপাতাল মর্গে। রবিবার পুলিশের তরফ থেকে ফোনে মৃতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
 আজ ময়নাতদন্তের পর, দেহ শিলিগুড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একুশে জুলাই কলকাতার সমাবেশে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। সেই মতই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর সেই সভায় না গিয়ে চলে এসেছিলেন বকখালি বেড়াতে। এরপর রবিবার বিকেলেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়, বকখালি সমুদ্র সৈকত থেকে। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours