চোটের জন্য গত ম্যাচে খেলেননি ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। এই ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শুভমন ফিরলে জায়গা ছাড়ার কথা সঞ্জু স্যামসনের। এখানে অবশ্য অন্য অঙ্ক কাজ করছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুভমনের পরিবর্তে সুযোগ পেয়েছিলেন সঞ্জু। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শূন্যতে ফেরেন। 


নজরে ক্লিন সুইপ, ভারতের একাদশে আজ যা বদল হতে পারে...


জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল ভারত। টানা দু-ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করেছে। এ বার লক্ষ্য ক্লিন সুইপ। শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। তেমনই টি-টোয়েন্টিতে ‘পার্মানেন্ট’ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবেরও। এই জুটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজেই জয়। তবে ক্লিন সুইপ করে ওয়ান ডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাতেই নজর। পাশাপাশি বেঞ্চ স্ট্রেন্থও দেখে নেওয়া হতে পারে। সে কারণেই মনে করা হচ্ছে, আজ তৃতীয় ম্যাচে ভারতের একাদশে বেশ কিছু বদল হবে।

চোটের জন্য় গত ম্যাচে খেলেননি ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। এই ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শুভমন ফিরলে জায়গা ছাড়ার কথা সঞ্জু স্যামসনের। এখানে অবশ্য অন্য অঙ্ক কাজ করছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুভমনের পরিবর্তে সুযোগ পেয়েছিলেন সঞ্জু। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফেরেন। শুভমন ফিরলেও সঞ্জুকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে। ওয়ান ডে স্কোয়াডে নেই সঞ্জু। ফলে এই সফরে আরও একটা সুযোগ পেতেই পারেন সঞ্জু।

ব্যাটিং কম্বিনেশনে বদল বলতে, শুভমন এবং সঞ্জু যদি একসঙ্গে খেলেন, সেক্ষেত্রে ঋষভকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। প্রথম ম্যাচে হতাশ করেছিল ভারতের শুরুর দিকের বোলিং। গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। এই ম্যাচে পরীক্ষার পথেও হাঁটতে পারেন গম্ভীর। রিয়ান পরাগের পরিবর্তে দেখা হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। পেসারদের মধ্যে অর্শদীপকে বিশ্রাম দিলে একাদশে ঢুকবেন খলিল আহমেদ।

রিঙ্কু সিং শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডেই রয়েছেন। প্রথম দু-ম্যাচে তাঁকে খেলালেও ব্যাটিংয়ে সেই অর্থে সুযোগই পাননি। প্রথম ম্যাচে ১৯তম ওভারে নেমেছিলেন। ২ বলে মাত্র ১ রানেই শেষ তাঁর ইনিংস। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই আসেনি। আজকের ম্যাচে তাঁকে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হতে পারে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours