সকলেই জানত টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর রাজনীতিতে হেডক থাকবেন না। ঈসা-রোহিত ফেয়ারওয়েলের জন্য তাঁকে এমন প্রশ্ন করেছেন। সব উত্তর পাওয়া সাংবাদিক ভারত জে সংবাদপত্র।
৭ মাস আগে রোহিতের একটা ফোন... ড্রেসিংরুমে কী ফাঁস করলেন রাহুল দ্রাবিড়?
৭ মাস আগে রোহিতের একটা ফোন... ড্রেসিংরুমে কী ফাঁস করলেন রাহুল দ্রাবিড়?
কলকাতা: বিশ্বজয় করে বিদায়… এর থেকে ভালো কিছু হয় না। টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে প্রাক্তন কোচ হলেন রাহুল দ্রাবিড়। সকলেই জানত টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতের হেড কোচ থাকবেন না। বিরাট-রোহিতরা তাঁকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য কী ভেবেছেন এমন প্রশ্নও এসেছিল। সব উত্তর পাওয়া গিয়েছে ভারত বিশ্বকাপ জেতায়। এ বার ভারতের ড্রেসিংরুমে শেষ বার বলতে গিয়ে দ্রাবিড় জানান, রোহিত শর্মার (Rohit Sharma) একটা ফোন কত কিছু বদলে দিয়েছিল। সেই ফোন না আসলে হয়তো কোচ হিসেবে দ্রাবিড়ের বিশ্বজয় করা হত না।
আসলে গত বছর ওডিআই বিশ্বকাপের পরেই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল। এরপর দ্রাবিড়ের চুক্তি বাড়ানো হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ওই সময় তিনি ভারতের কোচ থাকতে রাজি হয়েছিলেন রোহিতের কথা শুনে।
প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতের ড্রেসিংরুমে ফিরে রাহুল দ্রাবিড় বলেন, ‘রোহিত, তোমায় ধন্যবাদ। গত বছর নভেম্বরে তুমিই আমাকে ফোন করে থাকতে বলেছিলে। তোমাদের সকলের কাজ করে খুব আনন্দ পেয়েছি।’ সেখানেই থেমে থাকেননি রাহুল দ্রাবিড়। আরও বলেন, ‘রোহিতকে আলাদা করে ধন্যবাদ বলতেই হবে। কোচ ও অধিনায়কের মধ্যে অনেক কথা হয়। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কখনও আমাদের মতের মিল হয়েছে। কখনও তা মেলেনি।’
বিশ্বকাপ জয়ের আনন্দে একেবারে ভাষা হারিয়ে ফেলেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘এমনটা সাধারণত হয় না। আমি কী বলব, সত্যিই যেন শব্দ খুঁজে পাচ্ছি না। আমাকে এই জয়ের সঙ্গী করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। রান বা উইকেট নয়, আমি তো বলব স্মৃতিগুলোই মনে থেকে যাবে। আর সেটাই অনুভব করা উচিত। তোমাদের নিয়ে আমি গর্বিত।’
এক ঝলকে দেখে নিন ভারতের ড্রেসিংরুমে দ্যা ওয়ালের ফেয়ারওয়েল স্পিচের ভিডিয়ো…
Post A Comment:
0 comments so far,add yours