এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর পরিকাঠামোয় স্টার্ন্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। এবার থেকে স্টার্ন্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল।
আয়করে বড় পরিবর্তন, ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা নির্মলার
আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।
আয়কর পরিকাঠামোয় বড় বদল। নতুন কর পরিকাঠামোয় আয়করের হারে পরিবর্তন আনল সরকার। আয়করের পরিকাঠামোয় এল বদল। নতুন ঘোষণায় চাকরিজীবীরা আরও বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর পরিকাঠামোয় স্টার্ন্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। এবার থেকে স্টার্ন্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। এতে আরও অর্থ সঞ্চয় হবে কর্মজীবী সাধারণ মানুষের।
পেনশনভোগীদের জন্যও সুখবর। পারিবারিক পেনশনেও মিলবে ছাড়। ১৫ হাজার কোটি টাকা থেকে ২৫ হাজার কোটি টাকা বাড়ানো হল।
সরকারের তরফে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হল এঞ্জেল ট্যাক্স।
নতুন আয়কর পরিকাঠামো হল এইরকম-
৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না।
৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়- ৫ শতাংশ আয়কর দিতে হবে।
৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১০ শতাংশ আয়কর দিতে হবে।
১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১৫ শতাংশ আয়কর দিতে হবে।
১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়- ২০ শতাংশ আয়কর দিতে হবে।
১৫ লক্ষ টাকার উপরে আয়- ৩০ শতাংশ আয়কর দিতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours