মালদহে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কর্মী বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখান থেকেই তিনি বলেন, "এমনিতেই পর পর হার। মাটির তলায় মাটিটাও নেই। প্রেসের দয়ায় বেঁচে আছে।" ছাড়েননি কুণাল ঘোষও। কুণাল বলেন, "লোক নেই জন নেই। নির্বাচনে বারবার পরাজয়, বলছে নবান্নে যাব। মনের মধ্যে কী চলছে, বলা খুব কঠিন।"


দু'কান কাটা হলে নির্লজ্জের মতোই...', শুভেন্দুদের একযোগে খোঁচা ববি-কুণালের
শুভেন্দুকে একযোগে বিঁধলেন কুণাল ও ফিরহাদ।

 একের পর এক নির্বাচনে জোরাল ধাক্কা বিজেপির। এবার গা ঝাড়া দিয়ে নামছে ময়দানে। ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে তারা। শুভেন্দু অধিকারীরা সাংবাদিক সম্মেলন করে রবিবার জানিয়ে দেন, টানা কর্মসূচি হবে তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের কুশপুতুলও দাহ করা হবে বলে জানান তাঁরা। যদিও এর পাল্টা ফিরহাদ হাকিমের খোঁচা, ‘মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায়। দু’ কান কাটা হলে নির্লজ্জের মতো ঘুরে বেড়ায়।’ ছাড়েননি কুণাল ঘোষও। বলেন, নিজেদের জেতা সিটগুলোতেও হেরেছে। নবান্নে হয়ত যেতে চাইছেন।

মালদহে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কর্মী বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখান থেকেই তিনি বলেন, “এমনিতেই পর পর হার। পায়ের তলায় মাটিটাও নেই। প্রেসের দয়ায় বেঁচে আছে।” ছাড়েননি কুণাল ঘোষও। কুণাল বলেন, “লোক নেই জন নেই। নির্বাচনে বারবার পরাজয়, বলছে নবান্নে যাব। মনের মধ্যে কী চলছে, বলা খুব কঠিন।”

প্রসঙ্গত, রবিবার ঘোষণা করা হয়, ১৮ জুলাই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মিছিল করবেন। ২১ জুলাই বিজেপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বলে জানান শুভেন্দু অধিকারী। ঠিক তার পরদিন ২২ জুলাই সিইএসসি ঘেরাও করা হবে। নবান্ন অভিযানের প্রস্তাবও তাঁরা দলকে দেবে বলে জানান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours