অবশেষে উদ্ধার গোবর্ধনপুরের কুমিরে টেনে নিয়ে যাওয়া ব্যক্তির দেহ


গতকাল একমাত্র ছেলের সামনে থেকে আসবা উদ্দিন শেখ নামে এক ৪৫ বছরের ব্যক্তিকে কুমির টেনে নিয়ে যায় নদীতে। বনদপ্তর প্রশাসন এলাকার মানুষ বহু খোঁজাখুঁজি করেন। সোমবার দুপুরে নদীতে ক্ষতবিক্ষত মৃতদেহ ভাসতে দেখা যায়।


দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সত্য দাসপুর এলাকায় বছর ৪৫ এর আসবা উদ্দিন শেখ তার একমাত্র নাবালক ছেলেকে সঙ্গে করে নিয়ে মাছ ধরতে যায় নদীতে । আর ছেলের চোখের সামনে বাবাকে কুমির নিয়ে চলে যায় সেই দৃশ্য এখনো ভুলতে পারেনি নাবালক। 


অবশেষে উদ্ধার গোবর্ধনপুরের কুমিরে টেনে নিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। মৃতদেহ উদ্ধার দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন নদীর পার বরাবর।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours