ঘোড়ামারা দ্বীপে অনুষ্ঠিত হলো সাপের কামড় ও কুসংস্কার বিষয়ক কর্মশালা

বর্তমান দিনে কুসংস্কার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিশা দেখালো ঘোড়ামারাদ্বীপ,
একদিকে মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির শিখরে পৌঁছনোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে,একই সময়ে সেই সমাজেরই একটা বড় অংশের মানুষ অন্ধ বিশ্বাস, কুসংস্কারের চোরাবালিতে নিমজ্জিত হয়ে রয়েছে,আর ফায়দা লুঠে চলেছে একশ্রেণীর অসাধু ব্যক্তি,এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাপের কামড় ও কুসংস্কার বিরোধী এক কর্মশালার আয়োজন করল দঃ২৪ পরগণার সাগর ব্লকের অধীন ঘোড়ামারা দ্বীপের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত, ঘোড়ামারা দ্বীপটির একমাত্র সাইক্লোন সেল্টারে আয়োজিত এই কর্মশালায় গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য-সদস্যা, কর্মচারি সহ উপস্থিত ছিলেন স্থানীয় মিলন বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত এলাকার আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও,মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সুযোগ নিয়ে ওঝা গুনিনের হাতে কীভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়,আজকের এই কর্মশালায় তা হাতেকলমে দেখালেন কর্মশালায় উপস্থিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে,

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours