কাকদ্বীপে পালিত হলো মোহনবাগান দিবস

২৯ জুলাই তারিখটা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগকে ফুটিয়ে তোলে। সেই সঙ্গে পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়রা কীভাবে জ্বলে উঠেছিল তারই বড় দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে ২৯ জুলাই তারিখের মধ্যে। সেই আবেগ জড়িয়ে রয়েছে মোহনবাগানের সঙ্গে। বাঙালি তথা ভারতীয় ফুটবলের আবেগের অন্যতম একটি দিন হল ২৯ জুলাই। ১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়ছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরা। প্রতিবছর এই দিনটিকে তাই গর্বের সঙ্গে পালিত করা হয়।

তেমনিই দৃশ্য ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ মেরিনার্স তরফ থেকে পালিত হল মোহনবাগান দিবস। এদিন মোহন বাগান দিবস উপলক্ষে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণী ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, এই দুই বিভাগ মিলে প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ২৯শে জুলাই মোহনবাগান ক্লাবের কাছে একটি স্মরণীয় দিন। মোহনবাগান ক্লাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং তার বাইরের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের এই দিনটিকে সাড়ম্বরে পালন করা হয়।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours