বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত ইয়োলো বেলিড সাপের। 

দীঘার পরে বকখালি সমুদ্র সৈকতে এই প্রথম দেখা মিলল এই বিষাক্ত সাপের। যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। রবিবার সকাল থেকেই প্রশাসন এর পক্ষ থেকে বকখালি সমুদ্র চত্বর জুড়ে চলছে সতর্কমূলক প্রচার। শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় দেখা মিলল বিষাক্ত সাপ ইয়লো বেলিড সাপের।

 সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালির সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন। ওই সময় সমুদ্রে প্রচুর পর্যটক স্নান করছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেন। এরপরই তাঁরা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন এবং সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেন। আর এই ঘটনার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করলো। সমুদ্র সৈকতে সাপটি উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours