পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সুলতাননগর জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১ টি আসনে আজ ছিল নির্বাচন। বেলা গড়াতেই ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দাদের দাবি, জটাধরপুর বুথে হঠাৎই দেখা যায় বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকছে।

সমবায় ভোটেও ছাপ্পা? ধস্তাধস্তি, মারধর, ঝরল রক্ত
ঝরল রক্ত


দাসপুর: সমবায় নির্বাচনেও উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নামল র‌্যাফ ও পুলিশ।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সুলতাননগর জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১ টি আসনে আজ ছিল নির্বাচন। বেলা গড়াতেই ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দাদের দাবি, জটাধরপুর বুথে হঠাৎই দেখা যায় বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকছে। সেই সময় এলাকার মানুষজন বহিরাগতদেরকে আটকায়। তারপরই শুরু হয় পুলিশের সাথে তুমুল উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ থাকা ক্ষেত্রেও কেন এভাবে বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসবে।

এরপর পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। ফাটল এক ব্যক্তির মাথা। শুধু তাই নয়, একজনকে তোলা হয় পুলিশ ভ্যানেও। স্থানীয় বাসিন্দা বলেন, “প্রশাসন দাঁড়িয়েছিল। কোনও কাজ করছে না। তিরিশটা ভোট ছাপ্পা মেরেছে।” ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, “এগুলো সব অপপ্রচার। শান্তিপূর্ণ ভোট হয়েছে। এর বেশি আর কিছু বলব না।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours