মধ্য প্রদেশের ৫৫টি জেলায় 'পিএম কলেজ অব এক্সেলেন্স'-র ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫৫টি জেলায় আলাদা আলাদা অনুষ্ঠান হয়। গুনায় 'পিএম কলেজ অব এক্সেলেন্স'-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্নালাল শাক্য।
ডিগ্রি কাজে লাগবে না, মোটর সাইকেলের লিক সারানোর দোকান খোলো', পড়ুয়াদের পরামর্শ বিজেপি বিধায়কের
প্রতীকী ছবি
গিয়েছিলেন ‘পিএম কলেজ অব এক্সেলেন্স’-র উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে সংসার চালাতে পড়ুয়াদের মোটর সাইকেলের লিক সারানোর দোকান খোলার পরামর্শ দিলেন এক বিজেপি বিধায়ক। মধ্য প্রদেশের গুনা বিধানসভার বিধায়ক পান্নালাল শাক্য ওই অনুষ্ঠানে পড়ুয়াদের এই পরামর্শ দেন। তিনি বলেন, “ডিগ্রি অর্জন করে কোনও লাভ হবে না। সংসার চালাতে মোটর সাইকেলের লিক সারানোর দোকান খোলা উচিত পড়ুয়াদের।”
রবিবার মধ্য প্রদেশের ইন্দোরে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টস আর্টস ও সায়েন্স কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠান থেকে মধ্য প্রদেশের ৫৫টি জেলায় ‘পিএম কলেজ অব এক্সেলেন্স’-র ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫৫টি জেলায় আলাদা আলাদা অনুষ্ঠান হয়। গুনায় ‘পিএম কলেজ অব এক্সেলেন্স’-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্নালাল শাক্য।
সংবাদসংস্থা PTI জানিয়েছে, সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, “এখানে একটি পিএম কলেজ অব এক্সেলেন্স উদ্বোধন করলাম আমরা। আমি একটা কথা সবাইকে মনে রাখতে বলব। এইসব কলেজ ডিগ্রি দিয়ে কিছু হবে না। তার বদলে পেট চালাতে বাইকের পাংচার সারানোর একটা দোকান খুলুন।”
Post A Comment:
0 comments so far,add yours