আজ শ্রাবণের প্রথম সোমবার, ভক্তদের ভিড় কাকদ্বীপের বাবা আটেশ্বর মন্দিরে
হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং বিশেষ করে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান শিবের আরাধনা করলে শুধু ভক্তি আসে না, জীবনের সমস্যারও সমাধান হয়। শাস্ত্র অনুসারে, এই দিনে ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে।
পাপ থেকে মুক্তি এবং শুভ ফল লাভের জন্যও এই দিনটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা পৌছে গেছিলাম কাকদ্বীপের আটেশ্বর মন্দিরে। সেখানে আমাদের ক্যামেরার সামনে কি বললেন মন্দির কমিটি।
ভারত বর্ষের বিভিন্ন মন্দিরে আজ শিবের আরাধনায় বহু ভক্তের ভিড়, তেমনই লক্ষ করা যায় দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের বাবা আটেশ্বর মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড়। বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় ভিড় কম হলেও। বৃষ্টির থামলেই আবার ভক্ত দের ভিড় লক্ষ করা যাচ্ছে এখানে।
Post A Comment:
0 comments so far,add yours