ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং বকখালীর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে বকখালিতে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। এই দিন বকখালি ট্রাফিক গার্ডের অফিস থেকে চৌরাস্তা বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকার নামখানা থেকে আসা সমস্ত বাইক আরোহী যারা হেলমেট পড়ছে না তাদেরকে দাঁড় করিয়ে সতর্কবার্তা দেন এবং হেলমেট পরার উপকার সম্পর্কে বোঝান। বকখালি ট্রাফিক গার্ড অফিসার রাজেশ ঘোষাল সমস্ত বাইকে রিফ্রেশ স্টিকার লাগিয়ে দেন। এদিন সমস্ত গাড়ি চালকদের দাঁড় করিয়ে গাড়িতে রিফ্রেশ স্টিকার লাগানো হয় এবং রোড সেফটি সম্বন্ধে বোঝানো হয়, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও বকখালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকার নামখানা থেকে আসা সমস্ত বাইক আরোহী যারা হেলমেট পড়ছে না তাদেরকে দাঁড় করিয়ে সতর্কবার্তা দেন এবং হেলমেট পরার উপকার সম্পর্কে বোঝান। বকখালি ট্রাফিক গার্ড অফিসার রাজেশ ঘোষাল সমস্ত বাইকে রিফ্রেশ স্টিকার লাগিয়ে দেন। এদিন সমস্ত গাড়ি চালকদের দাঁড় করিয়ে গাড়িতে রিফ্রেশ স্টিকার লাগানো হয় এবং রোড সেফটি সম্বন্ধে বোঝানো হয়, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও বকখালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
Post A Comment:
0 comments so far,add yours