কাকদ্বীপ হাতি বাড়ির কাছে লরি ও স্কুটারের পাশাপাশি সংঘর্ষ, আহত ২
আজ ঠিক সন্ধ্যা ০৮:৩০ নাগাদ কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সুত্রে জানাযায় কাকদ্বীপ এর হাতি বাড়ি নামক একটি এলাকায় মেন রোডে ঘটে এই ঘটনা। লরির সাথে পাশাপাশি সংঘর্ষ হয় একটি স্কুটারের। স্কুটরটি ও লরিটি কাকদ্বীপ এর দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলো।
১১৭ নং জাতীয় সড়কে কাকদ্বীপ হাতি বাড়ির কাছে হঠাৎই লরিটির একদম পাশে চলে যায় স্কুটরটি। লরির সামনের বাম দিকের চাকার তলায় স্কুটারের সামনের অংশ ঢুকে যায়। স্থানীয় দের তৎপরতায় স্কুটার সমেত উদ্ধার করা হয় ঐ দুই ব্যক্তিকে। ঘটনাস্থলে আসে কাকদ্বীপ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় আহত দুই ব্যক্তিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন স্থানীয়রা।
Post A Comment:
0 comments so far,add yours