বস্তুত, ঘাটাল প্ল্যান বাস্তবায়ন কবে হবে? এ প্রশ্ন নতুন নয়। চলতি বছরের লোকসভা ভোটের পূর্বে সাংসদ দীপক অধিকারীকে এই প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১৫০০ কোটি টাকার ওই প্রকল্পের কাজ রাজ্য শুরু করে দেবে রাজ্য সরকার।

 বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বিধানসভা অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরির প্রতিশ্রুতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ তোলেন উত্তরবঙ্গে উন্নয়নেরও। খতিয়ান তুলে ধরেন কত টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

বস্তুত, ঘাটাল প্ল্যান বাস্তবায়ন কবে হবে? এ প্রশ্ন নতুন নয়। চলতি বছরের লোকসভা ভোটের পূর্বে সাংসদ দীপক অধিকারীকে এই প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১৫০০ কোটি টাকার ওই প্রকল্পের কাজ রাজ্য শুরু করে দেবে রাজ্য সরকার।

এরপর এ দিন মুখ্যমন্ত্রী অধিবেশনে জানিয়েছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান আমরা হাতে নেব। ডিপিআর হয়ে গিয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “মুড়িগঙ্গার নদীর এক হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি করা হবে। এই ব্রিজে করে মানুষ গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন।” পাশাপাশি তিনি অভিযোগ করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করার পরও রাজ্য সরকার ‘কান্দি মাস্টার প্ল্যান’ করেছে। মমতা বলেছেন, “এনডিআরএফ টিমের সঙ্গে আমরা চুক্তি করেছি।এজন্য ওদেরকে আমাদের টাকা দিতে হয়।”

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours