সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের তরফ থেকে কাকদ্বীপে চলাচলকারী টোটো, মেশিনভ্যান ও বাস এর জন্য নির্দেশাবলী :
এক নজরে জেনেনিন কি কি নিয়ম রাখা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের তরফ থেকে। এই নিয়ম না মানলে আপনার গাড়ি বাজেয়াপ্ত হতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগ থেকে।
বিজ্ঞাপনের পরে দেখুন, নিচে স্ক্রল করুন :
১. জাতীয় সড়ক দিয়ে কোনো প্রকার টোটো জাতীয় যানবাহন চলাচল করতে পারবে না।
২. জাতীয় সড়কের সঙ্গে যুক্ত অন্য কোন পকেট রোড দিয়ে ট্রাফিক বিভাগের নির্দেশাবলী মেনে উক্ত পকেট রোড গুলিতে টোটো চলাচল করতে পারবে।
৩. টোটো তে পাঁচ জনের বেশি যাত্রী পরিবহন করবেন না।
৪. টোটো চালকরা নিয়মিত টোটোর স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং চলাচলের উপযুক্ত হলে তবেই সেই টোটো নিয়ে রাস্তায় চালাতে পারবেন।
৫. টোটোর জন্য চালকেরা তাদের নিজ নিজ পঞ্চায়েতে টোটো নথিভুক্ত করাবেন।
৬. পঞ্চায়েত টোটোর চলাচলের সুনির্দিষ্ট রুট ঠিক করে দেবেন এবং সেই রুট ছাড়া ভিন্ন অন্য কোন রুটে টোটো নিয়ে যাবেন না।
৭. টোটো তে অবশ্যই লুকিং গ্লাস লাগাবেন।
৮. মধ্যপ অবস্থায় কোন টোটো চালক টোটো চালাবেন না।
৯. টোটো চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না।
১০. যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো করাবেন না।
১১. টোটোতে হেডলাইট ও ব্যাকলাইট অবশ্যই লাগাবেন এবং সেই লাইট যেন কার্যকরী থাকে সেদিকে লক্ষ রাখবেন।
১২. কোন টোটো, পথে চলাচলকারী ব্যক্তিদের অসুবিধা না করে এমন কোন মালামাল নিয়ে চলাচল করতে পারবে কিন্তু বিপদজনক কোন মালামাল যা যেকোনো ব্যক্তির দৈহিক ক্ষতির আশঙ্কা আছে তেমন কোনো মালামাল নিয়ে কোন টোটো চলাচল করতে পারবে না।
১৩. মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো জাতীয় সড়ক দিয়ে কোন প্রকার টোটো চলাচল করতে পারবে না, এই মর্মে যে আদেশ আছে সেটা অবশ্যই পালন করবেন। অন্যথায় সেই টোটো বাজেয়াপ্ত হবে এবং টোটো চালকের বিরুদ্ধে আইনসঙ্গত পদক্ষেপ নেওয়া হবে।
১৪. কাকদ্বীপ বাস স্ট্যান্ড ছাড়া অন্য কোন স্থানে, কোন ধরনের বাস নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড় করাতে পারবে না।
১৫. স্থানীয়ভাবে তৈরি কোন টোটো রাস্তায় চলাচল করতে পারবে না।
১৬. একটি টোটোর সঙ্গে অন্য একটি টোটো সংযুক্ত করে কোন টোটো রাস্তায় চলতে পারবে না।
১৭. টোটো সর্বদা রাস্তার বাম দিক ঘেঁষে চলাচল করবে।
১৮. কোন টোটো হঠাৎ করে ডানদিকে বা বাম দিকে টার্ন করাবেন না। এটি অত্যন্ত বিপজ্জনক।
১৯. বাইরের টোটো কাকদ্বীপ শহর কেন্দ্রস্থল ও তার আশেপাশে প্রবেশ করতে পারবে না।
২০. টোটোর ডান দিক দিয়ে কোন যাত্রীকে উঠানো নামানো করাবেন না।
২১. কোন প্রকার ইঞ্জিন ভ্যানে যাত্রী পরিবহন করবেন না।
২২. দ্রুত বেগে কোন ইঞ্জিন ভ্যান চালাবেন না।
২৩. যত্রতত্র ইঞ্জিনভ্যান এবং টোটো রাস্তার ধারে পার্কিং করে রাখবেন না।
২৪. কোন নাবালক বা অতিবয়স্ক চালক ইঞ্জিন ভ্যান বা টোটো চালাবেন না।
২৫. ইঞ্জিনভ্যান এর আয়তন অতিরিক্ত করবেন না।
২৬. অতিরিক্ত মালামাল ইঞ্জিন ভ্যানে বহন করবেন না।
২৭. ইঞ্জিন ভ্যানে বহন করা মালামাল ইঞ্জিন ভ্যানের বাইরে ঝুলতে দেওয়া যাবে না।
২৮. ইঞ্জিনভ্যানে বিপদজনকভাবে কোন মালামাল বহন করবেন না উদাহরণ স্বরূপ : বড় গাছের গুড়ি, বাঁশ, ইটেরপাজা, টিন, লোহা ইত্যাদি।
এই নির্দেশ আগামী ১লা আগস্ট ২০২৪ থেকে কার্যকর হবে, আদেশ অনুসারে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগ
Post A Comment:
0 comments so far,add yours