রবিবারই রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, "পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করুন। গোপনীয়তা থাকবে। নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম, ভোট যারা দিতে পারেনি তাদের জন্য পোর্টাল খুলব।"


ঘোষণামত পোর্টাল খুলল বিজেপি, ভোট না দিতে পারলে নথিভুক্ত করা যাবে নাম
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা


কলকাতা: লোকসভা, বিধানসভার উপনির্বাচনে পর্যুদস্ত বিজেপি। লোকসভায় জেতা আসন হারার পাশাপাশি উপনির্বাচনে চারে শূন্য পেয়েছে গেরুয়া শিবির। চারটির মধ্যে যে তিনটিতে একুশের ভোটে জিতেছিল, উপনির্বাচনে সেগুলোও হারাতে হয়েছে। বিজেপির অভিযোগ, অনেকে ভোট দিতে পারেননি। বিজেপি পোর্টাল চালু করবে বলে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এই ঘোষণার পর সোমবার সেই পোর্টাল লঞ্চ করলেন তিনি।

এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, “কথা দিয়েছিলাম। সেইমতোই পোর্টাল লঞ্চ করলাম। ২০২৪ সালের লোকসভা ভোট ও সদ্য সমাপ্ত উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাঁরা নাম নথিভুক্ত করতে পারেন। তাঁদের নাম পরিচয় গোপন থাকবে।” পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘সেভ ডেমোক্রেসি ডব্লুবি’।


রবিবারই রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করুন। গোপনীয়তা থাকবে। নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম, ভোট যারা দিতে পারেনি তাদের জন্য পোর্টাল খুলব।”


শুধু তাই নয়, শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলায় উপনির্বাচনে যারা ভোট দিতে পারেনি, সেরকম ১০০ জনকে নিয়ে রাজভবনের গেটে আসবেন। এরপরই সোমবার চালু হল পোর্টাল। শুধু তাই নয়, আগামী ২১ জুলাই যেদিন তৃণমূল শহিদ দিবস পালন করে, সেদিনও কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। এই দিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে তারা। যদিও তৃণমূলের কটাক্ষ, মানুষের রায়ে হেরে গিয়ে পায়ের নিচের মাটি সরে গিয়েছে বিজেপির। তাই এখন নানাভাবে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours