শনিবার সুদীপকে পাশে নিয়ে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেন, "ফের আমি বলছি সুদীপ যা করেছে অন্যায় করেছে। সুদীপ ঠিক করেনি গিয়ে। বেআইনি না আইনি সেটা দেখার জন্য কলকাতা পুরনিগম রয়েছে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা রয়েছেন। ও যাবে কেন ওখানে। অন্যায় করেছে। কোন নোটিস দেওয়া থাকলে সেটা আমি জানি না। কিন্তু কাউন্সিলর যেতে পারেন না।"

সুদীপ ঠিক করেনি', চার্চকাণ্ডে বিরক্ত মেয়র ফিরহাদ
ফিরহাদ হাকিম।

কলকাতা: চার্চের জায়গায় ঢুকে দাদাগিরির অভিযোগ নিয়ে টানাপোড়েন চলছেই। একদিকে অভিযুক্ত কাউন্সিলর যখন বিশপের বিরুদ্ধে সরব, তখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আরও একবার কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে সরব। কলকাতা পুরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে।

শনিবার সুদীপকে পাশে নিয়ে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেন, “ফের আমি বলছি সুদীপ যা করেছে অন্যায় করেছে। সুদীপ ঠিক করেনি গিয়ে। বেআইনি না আইনি সেটা দেখার জন্য কলকাতা পুরনিগম রয়েছে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা রয়েছেন। ও যাবে কেন ওখানে। অন্যায় করেছে। কোন নোটিস দেওয়া থাকলে সেটা আমি জানি না। কিন্তু কাউন্সিলর যেতে পারেন না।”

কলকাতা চার্চ কর্তৃপক্ষের অধীনে রয়েছে অক্সফোর্ড মিশন চার্চ। বেহালার ডায়মন্ড হারবার রোডের উপরে বরিশায় রয়েছে এই চার্চ। অভিযোগ, সেই চার্চের সম্পত্তিতে ঢুকে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা গুন্ডাগিরি করেছেন। এ নিয়ে ডায়োসিস অব কলকাতা চার্চ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও করেন। সরব হন কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিংও।

যদিও সুদীপ পোল্লে এদিন বলেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাকে সাসপেন্ড করে দল তদন্ত করুক। ওনাকেও বিশপরে পদ থেকে সরে তদন্তের মুখোমুখি হতে হবে। আমাকে বিশপ অফার দিয়েছিলেন। একত বছর ধরে চারদিকে চেষ্টা করেছেন আমাকে ও প্রাশসনকে ম্যানেজ করার। আমি ভয় পাওয়ার ছেলে নই। আমার সঙ্গে মিশনের সম্পর্ক ভাল। ওরা আমাকে কেক বানিয়ে পাঠায়। এই মিশনের ভেতরে আমরা অনেক ঢুকেছি। সমস্যা হলে মেটাই।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours