পূর্ণিমার ভরা কটালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে তলিয়ে গেল গঙ্গাসাগরে স্নানঘাটের ১ থেকে ৫ নম্বর কংক্রিটের রাস্তা সহ বিদ্যুতের খুঁটি

 ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার জেলার গঙ্গাসাগরের বাবা কপিলমুনির আশ্রম,পুর্নিমার ভরা কটালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে গঙ্গাসাগরের স্নানঘাটের ১নং স্নানের ঘাট থেকে ৫ নং স্নানের ঘাট পর্যন্ত কংক্রিটের রাস্তা,সহ বিদ্যুতের খুঁটি,গাছ,অস্থায়ী দোকান, সবকিছুই তলিয়ে যাচ্ছে সমুদ্রে,পূর্ণিমার ভরা কটালে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে,সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বার বার মাইকিং করে পুণ্যার্থীদের সাগরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,আতঙ্কিত পুণ্যার্থী থেকে সাধারণ দোকানদাররা

এদিন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে ভাঙন এলাকা পরিদর্শন করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়,সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত অধিকারী পার্থ সাহা 
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে 

এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে সাগরের বিডিও কানাইয়া কুমার রায় কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours