নামখানা নাদাভাঙাতে হঠাৎই ১০০ মিটার নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী
পূর্ণিমার কোটালে সোমবার গভীর রাতে প্রায় ১০০ মিটার নদী বাঁধে হঠাৎই ধস নামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ মাস ধরে নামখানা ব্লকের নারায়ণপুরের নাদাভাঙা এলাকায় মুড়িগঙ্গা নদী বাঁধ মেরামতের কাজ চলছিল।
এখনও কাজ চলছে। তার মধ্যে হঠাৎই এই ধস নামে। সকাল থেকেই এলাকার বাসিন্দারা ভাঙা নদী বাঁধের কাছে এসে ভিড় জমান। আজ রাতেও নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। তবে জরুরি ভিত্তিতে ভাঙা নদী বাঁধ মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন।
Post A Comment:
0 comments so far,add yours