জোয়ারের জলে ভেঙে গেল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত এলাকায় চলাচলের একমাত্র ঢালাই রাস্তা

এবার কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোনের প্রভাবে নয়, অমাবস্যার ভরা কটালের জোয়ারের জলে ভেঙে ভেসে গেল গঙ্গাসাগর সমুদ্র সৈকতের একমাত্র চলাচলের ঢালাই রাস্তা। গঙ্গাসাগর সমুদ্র সৈকতের এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত একটি ঢালাই রাস্তা চলাচলের জন্য ছিল। 2022 সালে আগষ্ট মাসে পূর্ণিমার জোয়ারের জলে ভেঙে যায় এর আগের একটি রাস্তা। 
গঙ্গাসাগর মেলা 2023 এর আগে ওই রাস্তা পুনরায় তৈরি করা হয়। কিন্তুু এক বছর যেতে না যেতেই সেই রাস্তাও এখন জলে ভেসে গেল। সাধারণ মানুষ থেকে দেশ বিদেশের পর্যটক আসেন গঙ্গাসাগরে পুণ্যস্নান করে পূণ্য অর্জনের আশায়। তারাও স্নান করার জন্য উপযুক্ত জায়গা পাচ্ছেন না। এমত অবস্থায় অস্থায়ী ডালা মালার দোকান উঠে এসেছে গঙ্গাসাগর মেলা মাঠের উপরে। সামনের পূর্ণিমা ভরা কোটালের আগে যদি এমন অবস্থা হয়,তাহলে ভবিষ্যতে কি হবে সেটাই শুধু দেখার অপেক্ষা?? প্রশাসন এইদিকে যদি না নজর দেয় এবং স্থায়ীভাবে এর কোন চিন্তা-ভাবনা যদি না করে, 
তাহলে এইভাবে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ভেঙে ভেঙে একটু একটু করে এগিয়ে আসবে গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের দিকে আর অল্প কয়েক বছরের মধ্যে সমুদ্র সৈকতে তলিয়ে যেতে পারে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির,

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours