ইতিমধ্যেই রেলের তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতেই জানানো হয়েছে প্রি-নন ইন্টারলকিং, ও নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে খড়গপুর শাখার আন্দুল স্টেশনে। ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সেই কাজ হাওয়ার কথা রয়েছে। সে কারণেই এই ট্রেন বাতিল।

টানা ৮ দিন ফের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা, বাতিল ২০২টি লোকাল ট্রেন, চলবে না এই দূরপাল্লার ট্রেনগুলিও
প্রতীকী ছবি


কলকাতা: কয়েকদিন আগেই চরম ভোগান্তির ছবি দেখা গিয়েছিল শিয়ালদহ শাখায়। বেশ কয়েকদিন একটানা বাতিল ছিল বহু লোকাল ট্রেন। এবার যেন তাঁরাই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলে। খড়গপুুর শাখায় রেলের কাজের জন্য বাতিল থাকছে বহু দূরপাল্লার ট্রেন, ঘুরপথেও চলবে বেশ কিছু ট্রেন। অন্যদিকে বাতিল খাতায় থাকছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেনও। ইতিমধ্যেই রেলের তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতেই জানানো হয়েছে প্রি-নন ইন্টারলকিং, ও নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে খড়গপুর শাখার আন্দুল স্টেশনে। ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সেই কাজ হাওয়ার কথা রয়েছে। সে কারণেই এই ট্রেন বাতিল। 


দূরপাল্লার যে সব ট্রেন বাতিল থাকছে… 

১. 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকছে ৩০ জুন, ২ জুলাই, ৬ জুলাই। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours