কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে প্রস্তাব দেন যে মন্ত্রীদের নিজেদের আয়কর দেওয়া উচিত। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীদের হয়ে কর মেটানোর নিয়ম আর থাকবে না।"

জনগণের টাকায় আর আয়েশ নয়, করের টাকা মেটাতে হবে মন্ত্রীদেরই, বড় সিদ্ধান্ত সরকারের
ফাইল চিত্র

 আয় বেশি হলেও, মন্ত্রীদের গ্যাঁটের কড়ি খরচ করে দিতে হত না করের টাকা। রাজ্য সরকারই মিটিয়ে দিত সেই টাকা। ১৯৭২ সালের এই আইন এবার বাতিল করে দিল সরকার। এবার থেকে মন্ত্রীদের নিজেদেরই আয়কর সহ বিভিন্ন কর দিতে হবে। রাজ্য় সরকারের তহবিল থেকে এই টাকা দেওয়া হবে না।


চলতি সপ্তাহের মঙ্গলবার মধ্য প্রদেশ ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত পাশ করানো হয়। রাজ্য়ের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজেই ক্যাবিনেট বৈঠকে এই পরামর্শ দিয়েছিলেন। এরপর রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে রাজ্য সরকার মন্ত্রীদের করের টাকা দেবে না। ১৯৭২ সাল থেকে এই নিয়ম জারি ছিল।

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে প্রস্তাব দেন যে মন্ত্রীদের নিজেদের আয়কর দেওয়া উচিত। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীদের হয়ে কর মেটানোর নিয়ম আর থাকবে না।”


মধ্য প্রদেশ মন্ত্রী (বেতন ও ভাতা) আইনের ৯কে ধারায় উল্লেখ ছিল, কোনও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের প্রাপ্ত সমস্ত ভাতার উপরে যেন কোনও আয়কর বসানো না হয়। সেই সময়ে বলা হয়েছিল, দরিদ্র পরিবার থেকে উঠে আসা মন্ত্রীদের আয়করের বোঝা থেকে মুক্তি দিতেই এই আইন তৈরি করা হয়েছিল।

এদিকে, কংগ্রেসের তরফে বিজেপির এই সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়েছে, বিমান-লাক্সারি গাড়ি কেনা, সরকারি বাংলো সাজানোর মতো অহেতুক খরচগুলি আগে বন্ধ করা দরকার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours