মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করছিলেন তাঁরই মন্ত্রিসভার দুই সদস্য! গুরুতর অভিযোগে গ্রেফতার মলদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তাঁর প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মলদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী পদে।
প্রেসিডেন্ট মুইজ্জুর উপর কালো জাদু! গ্রেফতার মলদ্বীপের দুই মন্ত্রী
মুইজ্জুর বিরুদ্ধে কালো জাদু
মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করছিলেন তাঁরই মন্ত্রিসভার দুই সদস্য! গুরুতর অভিযোগে গ্রেফতার মলদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তাঁর প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মলদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী পদে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মলদ্বীপ পুলিশ। মলদ্বীপের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেককেই সাত দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে দুই মন্ত্রীকেই।
আশ্চর্যের বিষয় হল, মুইজ্জুর সঙ্গে শামনাজ এবং রমিজ – দুজনেরই দীর্ঘদিন ধরে মুইজ্জুর সঙ্গে সুসম্পর্ক ছিল। মুইজ্জু যখন মালের মেয়র ছিলেন, সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুজনেই। মলদ্বীপ সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছরের নভেম্বরে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, শামনাজকে প্রথমে রাষ্ট্রপতির সরকারী বাসভবনের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। পরে পরিবেশ মন্ত্রকে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে রমিজ, মুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত হলেও, দীর্ঘদিন তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।য অন্নতত গত পাঁচ মাস তিনি অন্তরালে ছিলেন। মালদ্বীপ সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
গত ২৩ জুন এই ঘটনার কথা প্রথম জানা যায়। মলদ্বীপ পুলিশের প্রধান মুখপাত্র তথা সহকারী পুলিশ কমিশনার আহমেদ শিফান বলেছেন, এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। তবে কেন এই চারজনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি মসদ্বীপ পুলিশ। কালো জাদুর অভিযোগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তারা। মলদ্বীপে কালো জাদু করাটা ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামি আইনের অধীনে এর জন্য ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
Post A Comment:
0 comments so far,add yours