মঙ্গলবার স্পিকার পদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন ওম বিড়লা স্পিকার পদের জন্য প্রার্থী করে এনডিএ। ওদিকে কংগ্রেসের কেরলের সাংসদ কে সুরেশ স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেন ইন্ডিয়া ব্লকের তরফে।
শুরুতেই বড় চমক ইন্ডিয়া জোটের, স্পিকার পদে মনোনয়ন দিল বিরোধীরাও
কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন।
নয়া দিল্লি: প্রথম থেকেই নতুন সরকারকে চমক দেওয়া শুরু বিরোধী জোট ইন্ডিয়ার। যে অধ্যক্ষ নির্বাচন নিয়ে এত কিছু, সেখানেও শেষ মুহূর্তে চমক ইন্ডিয়া জোটের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইন্ডিয়া জোটের স্পিকার পদে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন কোডিকুন্নিল সুরেশ বা কে সুরেশ। অর্থাৎ বিনা যুদ্ধে স্পিকার পদ ছাড়বে না ইন্ডিয়া জোট, বুঝিয়ে দিল স্পষ্ট।
মঙ্গলবার স্পিকার পদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন ওম বিড়লা স্পিকার পদের জন্য প্রার্থী করে এনডিএ। ওদিকে কংগ্রেসের কেরলের সাংসদ কে সুরেশ স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেন ইন্ডিয়া ব্লকের তরফে।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিরঞ্জন সিং এএনআইকে বলেন, “অধ্যক্ষ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও ডিএমকে-এর টিআর বালু এসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়। উনি তাঁদের এনডিএর তরফে স্পিকার পদপ্রার্থীর নাম জানান এবং সমর্থন চান। বেণুগোপাল সাহেবের বক্তব্য ছিল, ডেপুটি স্পিকার হিসাবে ইন্ডিয়ার কাউকে দিতে হবে। এখনই তার মান্যতা দিতে হবে।”
রবিরঞ্জনের দাবি, প্রতিরক্ষামন্ত্রী বেণুগোপালকে জানান, যখন ডেপুটি স্পিকার পদে ভোটাভুটি হবে, তখন সকলে মিলে বসে আলোচনা করেই ডেপুটি স্পিকার ঠিক হবে। তবে বেণুগোপাল দাবিতে অনড় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, শর্ত দিয়ে চাপ দিয়ে রাজনীতি গণতন্ত্রে হয় না।
Post A Comment:
0 comments so far,add yours