ফার ডগ। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেন থেকে সব যাত্রীদের নামিয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাগটিতে।

ব্যাগে 'টিক টিক' শব্দ! কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক
জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক


কলকাতা ও দক্ষিণেশ্বর: কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে থমকে ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে ট্রেনে। তদার জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। জানা যাচ্ছে, পরিত্যক্ত ওই ব্যাগটি ট্রেনের যাত্রীদের নজরেই প্রথমে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেন থেকে সব যাত্রীদের নামিয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাগটিতে।


ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে যাত্রীদের মনে। ভয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নেমে আসেন যাত্রীরা। পাপাই দেবনাথ নামে এক আতঙ্কিত যাত্রী জানালেন, ‘ব্যাগটার মধ্যে থেকে টিক টিক করে শব্দ হচ্ছিল। এস-৮ কামরা ছিলাম আমি। সেই সময়েই স্কুল ব্যাগের মতো দেখতে কালো রঙের একটা ব্যাগ নজরে আসে। দক্ষিণেশ্বর ঢোকার আগেই নজরে এসেছিল ব্যাগটি। সঙ্গে সঙ্গে ১৩৯-এ ফোন করে বিষয়টি জানাই। তারপর পুলিশ আসে ঘটনাস্থলে।’

অপর এক যাত্রীও জানাচ্ছেন, ‘ঘড়িতে তখন ৪টে বেজে ২৭ মিনিট। ব্যাগটির মধ্যে থেকে নাগাড়ে টিক টিক করে শব্দ আসছিল। অ্যালার্মের শব্দের মতো, অনেকটা টাইম বোমার শব্দের সঙ্গে মিল রয়েছে। সঙ্গে সঙ্গে আশপাশের সহযাত্রীদের সজাগ করি। সবাইকে সরে যেতে বলি সেখান থেকে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours