লোকসভা ভোটে ফের প্রার্থী হতে রাজি হওয়ার কারণ হিসেবে দেব জানিয়েছিলেন, অভিষেক এবং মমতা তাঁকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আশ্বাস দিয়েছেন। কেন্দ্র টাকা না দিলে রাজ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে পদক্ষেপ করবে বলে তিনি আশ্বাস পেয়েছেন। সেজন্যই ফের লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি হয়েছেন তিনি।
ভোটে জিতেছেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কী হবে? বুধবার নতুন পদক্ষেপ দেবের
ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয়বার জিতেছেন দেব
কলকাতা: এবার তিনি লোকসভা নির্বাচনে লড়তে চাননি। বেশ কয়েকমাস আগে থেকে সেই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মত বদলান। ফের লোকসভা ভোটে প্রার্থী হন। আর তৃতীয়বার ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর জয়ী হয়েই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে পদক্ষেপ করলেন দীপক অধিকারী ওরফে দেব। বুধবার রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে এই নিয়ে তিনি বৈঠক করবেন।
লোকসভা ভোটে ফের প্রার্থী হতে রাজি হওয়ার কারণ হিসেবে দেব জানিয়েছিলেন, অভিষেক এবং মমতা তাঁকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আশ্বাস দিয়েছেন। কেন্দ্র টাকা না দিলে রাজ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে পদক্ষেপ করবে বলে তিনি আশ্বাস পেয়েছেন। সেজন্যই ফের লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি হয়েছেন তিনি।
দেবকে সঙ্গে নিয়ে হুগলিতে নির্বাচনী প্রচারে স্বয়ং মমতাও জানান, কেন্দ্র সাহায্য না করলে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্যই পদক্ষেপ করবে। নির্বাচনী প্রচারে দেবও বারবার ঘাটালের বন্যার প্রসঙ্গ তুলেছেন। এমনকি, তিনি বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে দরকারে আরও একবার জন্ম নিতে হলে নেব।”
Post A Comment:
0 comments so far,add yours