টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ। ভারত-পাকিস্তান এক ভেনুতে প্র্যাক্টিস করলে এমন চিত্র ধরা পড়ে। বিরাটকে দেখে এগিয়ে আসেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। মাঠের লড়াইয়ে বিরাট কোহলি বারবার তাঁদের পরাস্ত করেন। মাঠের বাইরে বন্ধুর মতোই মেশেন।
পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমির এবং বিরাট কোহলির মাঠের লড়াইটা আরও অনেক বেশি উপভোগ্য।
রিঙ্কুর অনেক আগে ব্যাট চেয়েছিলেন পাক ক্রিকেটার! বিরাট কোহলি কথা রেখেছিলেন
জাতীয় দলের শিবির হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিরাট কোহলি এবং রিঙ্কু সিংয়ের দাদা-ভাইয়ের স্নেহের সম্পর্ক অজানা নয়। আর সেই অধিকার বোধ থেকেই বিরাটের থেকে ব্যাট চান রিঙ্কু। এ যেন এখন মজার দৃশ্য হয়ে গিয়েছে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ইডেন গার্ডেন্সে এমন চিত্র দেখা গিয়েছে। বিরাটের কাছে রিঙ্কু সিং ব্যাট চাইতেই জবাব আসে আগের ব্যাট কী হল! রিঙ্কুও শুনিয়ে দেন, এত ভালো খেলেছেন, ব্যাট খারাপ হয়ে গিয়েছে। বিরাট কোহলির সঙ্গে ভিন দেশের ক্রিকেটারদের সম্পর্কও এমনই। বিরাটকে কাছে পেলে সকলেই কথা বলতে চলে আসেন। পাকিস্তান টিমেও এমন অনেকেই রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ। ভারত-পাকিস্তান এক ভেনুতে প্র্যাক্টিস করলে এমন চিত্র ধরা পড়ে। বিরাটকে দেখে এগিয়ে আসেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। মাঠের লড়াইয়ে বিরাট কোহলি বারবার তাঁদের পরাস্ত করেন। মাঠের বাইরে বন্ধুর মতোই মেশেন। পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমির এবং বিরাট কোহলির মাঠের লড়াইটা আরও অনেক বেশি উপভোগ্য। রবিবার তেমনই একটা ম্যাচ।
চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তার আগে এই ম্যাচ এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নানা কথাই বলেছেন পাক ক্রিকেটাররা। মহম্মদ আমির যেমন বলেছেন বিরাট কোহলিকে নিয়ে। অবসর ভেঙে ফিরেছেন আমির। একটা সময় পাকিস্তান বোলিংয়ের সেরা অস্ত্র ছিলেন। আমির ফেরায় স্বস্তিতে পাকিস্তানও। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমেরিকার কাছে হেরেছে পাকিস্তান।
ভারতের মাটিতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচের আগের দিন অবশ্য একটা দৃশ্য সকলের মন জয় করেছিল। পাকিস্তানের প্র্যাক্টিস চলছিল। এমন সময় ভারতীয় টিমও নামে। বিরাটকে দেখেই এগিয়ে আসেন শাহিদ আফ্রিদি। বিরাটের থেকে ব্যাট নিয়ে দেখছিলেন। তার পরই দৌড়ে আসেন বাঁ হাতি পেসার মহম্মদ আমির। বিরাটের ব্যাট নিয়ে শ্যাডো করতে থাকেন। দেখা যায়, সেই ব্যাট আমিরকে গিফ্ট করেন বিরাট কোহলি। সেই বিষয়টি আচমকা ঘটেনি। খোলসা করলেন আমির।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে আমির বলেছেন, ‘বিরাটের ওই ব্যাটের কাহিনি শুরু হয়েছিল অনেক আগেই। এশিয়া কাপ খেলার সময় বিরাটের সঙ্গে আড্ডা মারছিল ইমাদ ওয়াসিম। আমি ওকে বলি, ইমাদকে ছাড়ো আমাকে একটা ব্যাট দাওয়। বিরাট কথা দিয়েছিল, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পর দেবে। প্র্যাক্টিসে (২০১৬ সালে ইডেন গার্ডেন্সে) ওকে মনে করাই। তারপরই ইশারায় বলে, ও ভোলেনি, ব্যাট এনেছে। সেটিই দিয়েছিল।’
Post A Comment:
0 comments so far,add yours