চিকিৎসার গাফিলতিতে সাগর গ্রামীণ হাসপাতালে মৃত্যু হলো এক প্রসূতী মায়ের

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের চকফুলডুবি এলাকার রাজশ্রী প্রামানিক দাস নাম এক প্রসূতি মা সদ্যজাতকে জন্ম দেয় এরপর ২৭শে জুন বৃহস্পতিবার মৃত্যু হলো ওই প্রসূতি মায়ের,এরপর ওই প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে সাগর গ্রামীণ হাসপাতালে ধুন্ধুমার, এইভাবে চিকিৎসার গাফিলতির জেরে রোগীর মৃত্যুর ঘটনা যেন ক্রমশই বেড়ে চলেছে গোটা রাজ্যো জুড়ে,সেই সঙ্গে মৃত রোগীর পরিজনদের হামলার ঘটনা বারেবারেই উঠে আসছে খবরের শিরোনামে

এমত অবস্থায় এবার প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ২৭শে জুন বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরে সাগর গ্রামীণ হাসপাতালে,পরিবার সূত্রে জানাযায় গত ২৫ জুন বিকেলে রাজশ্রী প্রামানিক দাস নামের ওই মহিলাকে প্রসুতির যন্ত্রনা নিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান তার পরিবারের লোকজন,এরপর তার শারীরিক অসুস্থতার অবনতি হলে অপারেশনের সিদ্ধান্ত নেয় সাগর গ্রামীণ হাসপাতালের ডিউটিরত চিকিৎসাকরা,রাতের অপারেশনে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান,এরপরে ২৭শে বৃহস্পতিবার সকালে সদ্যজাতকে রেখেই হটাৎতি মৃত্যু হয় মা রাজশ্রী প্রামানিক দাসের। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই প্রসূতির মৃত্যু,সেই কারণেই হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। অবশেষে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে সাগরের চকফুলডুবি নিবাসী বছর ২৮ এর মৃতার নাম রাজশ্রী প্রামানিক দাসের পরিবারের স্পষ্ট অভিযোগ, সন্তান প্রসবের পর রাজশ্রী ক্রমশ দুর্বল হয়ে পড়লেও ডিউটিরত চিকিৎসাকরা নজর দেননি, ঠিক সেই কারণেই এমন মৃত্যু, প্রসুতির এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে,এরপর এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে রাজশ্রী প্রামানিক দাসের পরিবারের লোকজন সাগর গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে এর ফলে বেশ কিছু সময় ধরে সাগরের মেইন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এরপর সাগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ইতিমধ্যে ওই মৃত রাজশ্রী প্রামানিক দাসের পরিবারের লোকজন এইবিষয়ে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে,
 ওই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি বলছেন রাজশ্রী প্রামানিক দাসের পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা শুনুন 
ওই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা GBDA এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র কি বললেন শুনুন

এই ঘটনায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী করে ওই বিষয়ে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সাগর মণ্ডল ওয়ানের সভাপতি নিতাই দাস আমাদের ক্যামেরার সামনে কি বললেন তুমি 

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours