সেবার বিজেপিতে যোগ দিতেই হাতে গরম বিজেপির টিকিট পান অর্জুন। জেতেনও। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির খুব একটা আশাপ্রদ ফল না হওয়ায় ধীরে ধীরে আবারও তৃণমূলমুখী হন অর্জুন। তবে ২০২৪-এর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আবার বিজেপিতে ফেরেন অর্জুন।

 অর্জুনকে ধরাশায়ী করে জয়ী পার্থ, ব্যারাকপুরে নতুন 'মহাভারত'
পার্থ ভৌমিক ও অর্জুন সিংমহাভারতে যিনি পার্থ, তিনিই অর্জুন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে সম্বোধন করেছেন পার্থ বলে। তবে ব্যারাকপুরের ভোট-কুরুক্ষেত্রে পার্থ-অর্জুন একেবারেই আলাদা দু’জন। মুখোমুখি লড়াইয়ে। আর সেখানে হারতে হল অর্জুনকে। অর্জুন সিংকে হারিয়ে এবার ব্যারাকপুরের সাংসদ হলেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের প্রাপ্ত ভোট ৫২০২৩১। অর্জুন পেয়েছেন ৪৫৫৭৯৩।


রাজ্যের ৪২টি আসনের মধ্যে এবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ব্যারাকপুর। ২০১৯ সালে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ভাটপাড়ার বাহুবলী নেতার ফুল বদল রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। গেল গেল রব উঠেছিল।

সেবার বিজেপিতে যোগ দিতেই হাতে গরম বিজেপির টিকিট পান অর্জুন। জেতেনও। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির খুব একটা আশাপ্রদ ফল না হওয়ায় ধীরে ধীরে আবারও তৃণমূলমুখী হন অর্জুন। তবে ২০২৪-এর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আবার বিজেপিতে ফেরেন অর্জুন।


তৃণমূলের দাবি, টিকিটের লোভ দেখিয়ে বিজেপি আবারও ফেরায় অর্জুনকে। তবে অর্জুনের আর সেই ক্ষমতা সেই বলে আগেই দাবি করে রেখেছিলেন পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামরা। ভোটের ফলে সত্যিই কাজ করল না অর্জুন-ম্যাজিক। হারতে হল তাঁকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours