এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার হাত দিয়ে রান গলছে না। যে কারণে বিশ্বকাপের মাঝে উঠেছে এক মজার প্রশ্ন। তা হল, জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে?

জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? বিশ্বকাপের মাঝে উঠছে মজার প্রশ্ন...
জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? বিশ্বকাপের মাঝে উঠছে মজার প্রশ্ন...


কলকাতা: বাইশ গজের পিচ ব্যাটিং প্যারাডাইস হোক বা বোলারদের স্বর্গরাজ্য জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যখন নামেন, ঝড় তোলেন। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জসপ্রীত বুমরা আরও বিধ্বংসী। এ বারের বিশ্বকাপে জসপ্রীত বুমরা আরও ভয়ঙ্কর। এ বারের বিশ্বকাপে জসপ্রীত বুমরার হাত দিয়ে রান গলছে না। যে কারণে বিশ্বকাপের মাঝে উঠেছে এক মজার প্রশ্ন। তা হল, জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? তাঁর চলতি টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স দেখলে যে কেউ এমনটা বলতেই পারেন।


এ বারের বিশ্বকাপে এখনও অবধি জসপ্রীত বুমরার পারফরম্যান্স —


আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা ৩ ওভার বল করেছিলেন। ১টি মেডেন সহ ৬ রান দিয়েছিলেন। তিনি ওই ম্যাচে নিয়েছিলেন ২টি উইকেট। আইরিশদের বিরুদ্ধে তাঁর বোলিংয়ে কোনও চার, ছয় আসেনি।
পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরা ৪ ওভার বল করেছিলেন। ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ ওভার বল করেছিলেন জসপ্রীত বুমরা। ২৫ রান দিয়েছিলেন জসপ্রীত বুমরা। কোনও উইকেট পাননি। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার ও একটি ছয় এসেছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ১টি মেডেন সহ ৭ রান দিয়েছিলেন জসপ্রীত বুমরা। নিয়েছিলেন ৩টি উইকেট। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল।
বাংলাদেশের বিরুদ্ধে ৪ ওভার বল করেছিলেন জসপ্রীত বুমরা। তিনি নিয়েছিলেন ২টি উইকেট। আর দিয়েছিলেন ১৩ রান। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ এর নীচে ইকোনমিক রেট থাকা মানেই বিরাট ব্যাপার। সেখানে এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৫ ম্যাচে বুমরার পারফরম্যান্স ১৯-২-৬৫-১০। তাঁর ইকোনমিক রেট ৩.৪২।


এখনও অবধি ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। আর তাঁকে হজম করতে হয়েছে ৪টি চার ও ১টি ছয়। অ্যান্টিগায় ব্যাটারদের প্যারাডাইস বলা হলেও বুমরার কাছে ওই মাঠও যেন জলভাত। আটোসাঁটো বোলিং, রান কম খরচ করা দিন দিন অভ্যাসে পরিণত করেছেন বুমরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours