পরিবার সূত্রে খবর, পরিত্যক্ত ঘরের কাছে খেলছিল রিয়া মণ্ডল ও অর্ক মণ্ডল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নসিপুর দিয়ারপাড়া এলাকায়। জানা গিয়েচে, ভাই-বোন মিলে বাড়ির কাছে খেলা করছিল। তখনই পরিত্যক্ত ঘরের কাছে চলে যায় ভাই-বোন।
হঠাৎ বিকট শব্দ! বল ভেবে বোমা হাতে তুলতেই বিস্ফোরণ
মুর্শিদাবাদে বিস্ফোরণ
মুর্শিদাবাদ: বোমা উদ্ধার বা বিস্ফোরণ নতুন ঘটনা নয় মুর্শিদাবাদে। এর আগেও একাধিকবার দেখা গিয়েছিল বোমা বিস্ফোরণের জেরে কখনও বাড়ি উড়েছে, কখনও আবার হাতের কবজি উড়েছিল। এবারও সেই একই ঘটনা প্রকাশ্যে এল। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলেন দুই ভাইবোন।
পরিবার সূত্রে খবর, পরিত্যক্ত ঘরের কাছে খেলছিল রিয়া মণ্ডল ও অর্ক মণ্ডল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নসিপুর দিয়ারপাড়া এলাকায়। জানা গিয়েচে, ভাই-বোন মিলে বাড়ির কাছে খেলা করছিল। তখনই পরিত্যক্ত ঘরের কাছে চলে যায় ভাই-বোন। তারপরই বল ভেবে সেটি হাতে তুলে নেয় তারা। ঘটে যায় অঘটন। ফেটে যায় বোমা।
এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর যায় লালগোলা থানার পুলিশের কাছে। তবে কে বা কারা বোমা রেখেছিল তা জানা যায়নি। আহতদের কাকা বলেন, “ওরা খেলা করছিল। যে ঘরের সামনে ঘটেছে সেখানে কেউ বাস করে না। আচমকাই বিস্ফোরণ হয়। আমরা আওয়াজ পেয়ে ছুটে আসি।”
Post A Comment:
0 comments so far,add yours