২০২৩ সালের ১৫ ডিসেম্বর প্রেমিক-অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন দর্শনা। তাঁদের বিয়ে নিয়ে বহু ট্রোলিং হয়েছে। ট্রোলিং হয়েছে এই কারণে, সৌরভ আগে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। লিভ ইন সম্পর্কে থাকার সময়েই বিরাট একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তাঁরা। তাঁকে বিয়ে না করে, দর্শনাকে বিয়ে করার সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়।

বিয়ের ৬ মাস যেতে না-যেতেই বউ দর্শনা সম্পর্কে সৌরভ বললেন, 'নেচেকুদে বেড়ায়...'
সৌরভ এবং দর্শনা।


ইনস্টাগ্রামে কেউ যদি তাঁর ফলোয়ার হয়ে থাকেন, তা হলে দেখতে পাবেন প্রায়ই সেখানে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী দর্শনা বণিক। অধিকাংশ ভিডিয়োতেই তাঁকে নাচতে দেখা যায়। নানা ধরনের কটাক্ষের শিকারও হতে দেখা যায়। গত বছর, অর্থাৎ ২০২৩ সালের ১৫ ডিসেম্বর প্রেমিক-অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন দর্শনা। তাঁদের বিয়ে নিয়ে বহু ট্রোলিং হয়েছে। ট্রোলিং হয়েছে এই কারণে, সৌরভ আগে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। লিভ ইন সম্পর্কে থাকার সময়েই বিরাট একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তাঁরা। তাঁকে বিয়ে না করে, দর্শনাকে বিয়ে করার সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়। কেবল তাই নয়, দর্শনা বণিককে শুনতে হয়েছিল, “সৌরভের মতো একটা ফালতু ছেলেকে বিয়ে করেছেন দিদি, পরে বুঝতে পারবেন।” প্রত্যুত্তরে সৌরভ ডিজিট্যালকে বলেছিলেন, “দর্শনার এখনও আমাকে ফালতু বলে মনে হয় না। কোনওদিনও যদি ফালতু বলে মনে হয়, তা হলে আপনাদের জানাবেন নিশ্চয়ই।” দর্শনার সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন অভিনেতা সৌরভ দাস। বিয়ের ৬ মাস কাটতে না-কাটতেই স্ত্রী সম্পর্কে মন্তব্য করেছেন সৌরভ। জানেন কী বলেছেন তিনি?


এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।” কথাগুলো বলার সময় সৌরভের মধ্যে তৃপ্তি ফুটে উঠেছিল। সত্যিই তাই। ইনস্টাগ্রামে ছড়িয়ে রয়েছে দর্শনার নানা ধরনের ভিডিয়ো। কিছুদিন আগে সাদা রঙের একটি লেহেঙ্গা শাড়ি পরে গজগামিনী স্টাইলে হেঁটেছিলেন দর্শনা। তা দেখে নেটপাড়ার বাসিন্দারা বলেছিলেন, “এমনভাবে হাঁটলে তো সৌরভের মাথা খারাপ হয়ে যাবে।”

অভিনেতা-প্রযোজক জিতের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বুমেরাং’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। এই ছবিতে রয়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্রও। এ ছাড়াও, সৌরভ একের পর-এক ওয়েব সিরিজ়ে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। সে ‘চরিত্রহীন’ই হোক কিংবা ‘মন্টু পাইলট’। সৌরভ যে একজন সু-অভিনেতা, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দর্শনা বণিকও একাধিক ওয়েব সিরিজ় এবং সিনেমায় অভিনয় করেছেন। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার সঙ্গেও তিনি অভিনয় করেছেন সাউথের ছবিতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours