রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের ক্রিকেট প্রেমীরা আরও এক চির স্মরণীয় ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। জয় দিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ সফর শুরু করেছে। সেই ধারা বজায় রাখতে চাইবে মেন ইন ব্লু।

ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের জন্য জরুরি অক্ষর না কুলদীপ?
India vs Pakistan: অক্ষর না কুলদীপ? ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়ার ফ্যাক্টর হবেন...


কলকাতা: ক্রিকেট দুনিয়ায় সব বিষয়ে আলোচনা একদিকে, আর ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে আলোচনা অন্যদিকে। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ। দুই দেশের ক্রিকেট প্রেমীরা আরও এক চির স্মরণীয় ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। জয় দিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ সফর শুরু করেছে। সেই ধারা বজায় রাখতে চাইবে মেন ইন ব্লু। আর অন্যদিকে বিশ্বকাপের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেতে চাইবেন বাবর আজমরা। কোন একাদশ দিয়ে পাক ম্যাচে বাজিমাত করতে পারবে ভারত? এই প্রসঙ্গে দেশের প্রাক্তন এক ক্রিকেটার জানিয়েছেন, রোহিতের উচিত একই একাদশ নিয়ে পাক ম্যাচে নামা।


টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে দেশের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর বলেন, ‘প্রথমে মনে হচ্ছিল জয়সওয়াল (যশস্বী) ওপেন করবে, কিন্তু ওই কম্বিনেশন দেখা যায়নি। অক্ষরকেও খেলাতে চায় টিম। ওর ব্যাটিংও দলের আসলে প্রয়োজন।’ জাফর এর পর জানান, ভারতীয় টিম চায় কুলদীপ যাদবকেও খেলাতে। কিন্তু কুলদীপকে খেলানোর জায়গায় অক্ষরকে খেলালে টিমের লাভ হবে বলে ধারনা ওয়াসিম জাফরের। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি এই পিচে অক্ষরের ব্যাটিং বেশি প্রয়োজন। জোরে বোলাররা এখানকার পিচে কার্যকরী হচ্ছে। তাই মনে হয় কুলদীপের প্রভাব খুব বেশি পড়বে না।’


ভারত-পাক ম্যাচে পিচ ভালো বলে আশা করছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ‘হয়তো পিচটা একটু ভালো হবে। এই পিচে এখনও পর্যন্ত মোট ১০০ রান হয়নি। কিন্তু ভারত বনাম পাকিস্তান বড় ম্যাচে হয়তো আমরা একটু ভালো পিচ দেখতে পাব। ভালো ক্রিকেট দেখতে পাব। আমি অবশ্য মনে করি জোরে বোলাররা বেশি উইকেট নিতে পারবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours