অভিনয় জগতের যুক্ত শুভ্রজিৎও। বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে 'অষ্টমী' ধারাবাহিকে। গত বছরেই সায়ন্তের সঙ্গে প্রেম ভেঙেছিল প্রিয়াঙ্কার। যদিও কী কারণে, তা জানা যায়নি।

প্রিয় বন্ধুর প্রাক্তন প্রেমিকার সঙ্গেই সম্পর্ক, কবে বিয়ে শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার?
অভিনয় জগতের যুক্ত শুভ্রজিৎও। বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে 'অষ্টমী' ধারাবাহিকে। গত বছরেই সায়ন্তের সঙ্গে প্রেম ভেঙেছিল প্রিয়াঙ্কার। যদিও কী কারণে, তা জানা যায়নি।


টলিপাড়ার ফের একবার মন দেওয়া নেওয়ার গল্প। শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র। ধারাবাহিক ‘খড়কুটো’তে যিনি চিনি চরিত্রে অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে প্রেমিক শুভ্রজিৎ সাহার সঙ্গে এই বছরের অক্টোবরেই আইনি বিয়ে সেরে ফেলছেন তিনি। যদিও সামাজিক বিয়ে গড়াতে পারে আগামী বছর। এর আগে সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। শুভ্রজিৎ আবার সায়ন্তর ভাল বন্ধু ছিলেন। সায়ন্তের এক ইউটিউব চ্যানেল রয়েছে। মাঝেমধ্যেই তাঁদেরকে একসঙ্গে দেখা যেত সেখানে। তবে সে সব অতীত। আপাতত শুভ্রজিৎ মজেছেন বন্ধুর প্রাক্তন প্রেমিকাতেই।


অভিনয় জগতের যুক্ত শুভ্রজিৎও। বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে ‘অষ্টমী’ ধারাবাহিকে। গত বছরেই সায়ন্তের সঙ্গে প্রেম ভেঙেছিল প্রিয়াঙ্কার। যদিও কী কারণে, তা জানা যায়নি। সম্প্রতি এক রিয়ালিটি শো’য়ে হাজির হয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন এবার এক সুস্থ প্রেম করতে চান তিনি। অবশেষ তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছে বলেই মনে করছেন তিনি।


অন্যদিকে প্রেম প্রকাশে পিছিয়ে নেই শুভ্রজিৎও। তাঁর ইনস্টা খুললেই দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে ছবি। লুকোছাপা নয়, প্রেমটা জানিয়েই করছেন তাঁরা। প্রাক্তন সায়ন্তও জানিয়েছেন শুভেচ্ছা। আগামী বছর কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন এখন সেটাই দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours