চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার রোহিত শর্মা। ৭টি ইনিংসে তিনি মোট ২২৮ রান করেছেন। তাতে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছিল বিধ্বংসী ৯২ রান।


 বিশ্বকাপে সুপারহিট হিটম্যান। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) নজর বিশ্বকাপের সোনালি ট্রফিতে। আর অপেক্ষার একটা দিন। বার্বাডোজে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ট্রফি ভারতীয় শিবিরে আনার ছক কষছে রোহিত ব্রিগেড। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। রোহিত শর্মা নক আউট ম্যাচে জ্বলে উঠেছিলেন। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন তিনি। সেই সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালের জন্য কি সেরা ইনিংস তুলে রেখেছেন রোহিত? কে বলতে পারে, বার্বাডোজেই হয়তো অপেক্ষা করছে এ বারের বিশ্বকাপে রোহিতের ঝকঝকে এক সেঞ্চুরি।


বিশ্বকাপ নকআউট ম্যাচে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক রানের রেকর্ড রোহিতের। এ বারের বিশ্বকাপে তৃতীয়, টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৩২টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একডজন হাফসেঞ্চুরি। সামনে শুধুই বিরাট কোহলি (১৪)।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতের ক্যাপ্টেনদের তালিকা—


বিরাট কোহলি – ভারতের ক্যাপ্টেন হিসেবে ২১৩টি ম্যাচে ১২৮৮৩ রান করেছেন।
মহেন্দ্র সিং ধোনি – ভারতের ক্যাপ্টেন হিসেবে ৩৩২টি ম্যাচে ১১২০৭ রান করেছেন।
মহম্মদ আজহারউদ্দিন – ভারতের ক্যাপ্টেন হিসেবে ২২১টি ম্যাচে ৮০৯৫ রান করেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় – ভারতের ক্যাপ্টেন হিসেবে ১৯৫টি ম্যাচে ৭৬৪৩ রান করেছেন।
রোহিত শর্মা – ভারতের ক্যাপ্টেন হিসেবে ১২২টি ম্যাচে ৫০১২ রান করেছেন।
চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার রোহিত শর্মা। ৭টি ইনিংসে তিনি মোট ২২৮ রান করেছেন। তাতে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছিল বিধ্বংসী ৯২ রান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours