বৃহস্পতিবার নবান্নে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, "রাজীব একটা পোর্টাল তৈরি করবে। হকিং জোন / নন হকিং জোন করবে। যাঁদের পুলিশ ইতিমধ্যেই সরিয়েছে তাঁদের ঠিকানা খোঁজ করো। যদি সত্যিই তাঁরা গরীব হন, তাঁদের প্রয়োজন থাকে, তাহলে তাঁদের আমি অন্যত্র ব্যবস্থা করে দেব।"



 হকার-ইস্যুতে এবার রাজীব কুমারকে বড় দায়িত্ব দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার। ফাইল ছবি।


কলকাতা: কিছুদিন আগেই তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। এবার হকার-পোর্টাল তৈরিতে সেই রাজীব কুমারেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার জোন তৈরি সংক্রান্ত পলিসি তৈরির ভার পড়ল রাজীব কুমারের উপরই। পলিসি তৈরি করে তা মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, মেয়র, পুর ও নগরোন্নয়ন সচিবকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার নবান্নে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, “রাজীব একটা পোর্টাল তৈরি করবে। হকিং জোন / নন হকিং জোন করবে। যাঁদের পুলিশ ইতিমধ্যেই সরিয়েছে তাঁদের ঠিকানা খোঁজ করো। যদি সত্যিই তাঁরা গরীব হন, তাঁদের প্রয়োজন থাকে, তাহলে তাঁদের আমি অন্যত্র ব্যবস্থা করে দেব।” একইসঙ্গে মমতা বলেন, “কেউ যদি মনে করে গ্র্যান্ডের সামনেই বসব, চলবে না। ওখানে বড় বড় তারকারা আসেন। অনেক ভিআইপি আসেন । তারপর কিছু হলে দেখবেন এরাই কিছু করে এনআইএ পাঠাবে।”


প্রসঙ্গত, চলতি বছর রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে বসানো হয়েছিল। যদিও ভোটের আবহে বদলে দেওয়া হয় ডিজিকে। বর্তমানে তথ্য-প্রযুক্তি দফতর সচিব পদে রাজীব কুমার। শোনা গিয়েছিল, সন্দেশখালির ভিডিয়ো-বিতর্ক নিয়ে তথ্য প্রযুক্তি দফতরের সচিবের উপর বিরক্ত হয়েছিলেন মমতা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সেদিন এক বৈঠকে প্রশ্ন তুলেছিলেন, তথ্য ও প্রযুক্তি দফতর কী কাজ করছে? রাজীব কুমার কী করছেন? সেই রাজীব কুমারকে এবার হকার-ইস্যুতে পোর্টাের


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours