নিট ইস্যুতে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধীরা। এদিন অধিবেশনের শুরুতেই কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল লোকসভায় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করেন। 

 রাজ্যসভায় উঠল পেপার লিক বন্ধের দাবি, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা
সংসদে রাহুল গান্ধী।

নিট ইস্যু নিয়ে উত্তাল সংসদ। মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নম্বরের কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধী দলগুলি। হই-হট্টগোলে উত্তাল হয় সংসদ। এর জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা। অন্যদিকে, আজ রাজ্যসভাতেও আলাদাভাবে নিট-ইউজি নিয়ে আলোচনার দাবি তুলবে বিরোধীরা। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-


রাজ্যসভার অধিবেশন শুরু হতেই নিট ইস্যু নিয়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের। উঠল পেপার লিক বন্ধ করার দাবিতে স্লোগান।
১ জুলাই পর্যন্ত মুলতুবি লোকসভা।
মুলতুবি রাজ্যসভাও।
কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিট বাতিলের দাবি করেন।

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং নিট ইস্যু নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি করেন।
রাহুল গান্ধী বলেন, “এই বিষয় নিয়ে আমাদের শান্তভাবে আলোচনা করা প্রয়োজন। শাসক ও বিরোধী সাংসদদের একযোগে দেশের পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেওয়া উচিত।”
বিরোধীদের হই-হট্টগোলে ১২টা পর্যন্ত মুলতুবি লোকসভা।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমি ২২টি নোটিস পেয়েছি। রাষ্ট্রপতিও তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে নিট নিয়ে স্বচ্ছ তদন্ত হবে।”
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তারা নিট ইস্যু নিয়ে আলোচনায় রাজি। রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপনের আলোচনায় বিরোধীদের এই ইস্যু নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। কিন্তু বিরোধীরা নিট ইস্যু নিয়ে আলাদাভাবে আলোচনা করতে চায়।
নিট ইস্যুতে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধীরা। এদিন অধিবেশনের শুরুতেই কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল লোকসভায় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours