মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলুন আর না-ই খেলুন, বরাবর থাকেন আলোচনায়। তাঁর প্রতিটি হেয়ারস্টাইল প্রায়ই নেটদুনিয়ায় ভাইরাল হয়। অন্যান্য বারের মতো এ বারও ধোনির নতুন হেয়ারস্টাইল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কলকাতা: বয়স ৪৩ না ২৩ ধরতে পারবেন না। তাঁর জন্মদিনের আগে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নতুন হেয়ারস্টাইলের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। ৭ জুলাই, সপ্তাহখানেক পর মাহির জন্মদিন। ৪৩ ছুঁই ছুঁই ধোনি নতুন হেয়ারস্টাইল করে চমকে দিয়েছেন সকলকে। এতদিন মহেন্দ্র সিং ধোনির লম্বা ও সোনালি চুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এ বার ধোনির যে ছবি নেটদুনিয়ায় ভাইরাল, তাতে দেখে মনে হয়েছে লম্বা চুলকে টাটা বলেছেন মাহি। কিন্তু তাঁর নতুন হেয়ারস্টাইলও বেশ নজর কাড়া হয়েছে।
৪৩ ছুঁই ছুঁই মাহির এই নতুন হেয়ারস্টাইল দেখলেই এখনও তরুণীরা প্রেমে পড়তে পারেন। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে নতুন হেয়ারস্টাইল করিয়েছেন ধোনি। আলিম হাকিম নিজের ইন্সটাগ্রামে ধোনির নতুন হেয়ারস্টাইলের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ইয়ং, ডায়নামিক ও হ্যান্ডসাম মহেন্দ্র সিং ধোনি। আমাদের থালার হেয়ার কাট ও স্টাইল করার আনন্দই আলাদা।’
আইপিএল চললে মাহিকে নিয়ে আলোচনা হয় বেশি। কিন্তু তার মানে এই নয় যে, আইপিএল শেষ হলে ধোনিকে নিয়ে আলোচনাও শেষ হয়ে যায়। তিনি বরাবর থাকেন লাইমলাইটে। ধোনির ওই সোনালি চুলের নতুন হেয়ারস্টাইলের ছবি এখন ঘুরছে তাঁর অনুরাগীদের সোশ্যাল মিডিয়া সাইটে। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘থালা ফরএভার ইয়ং।’ এক X ব্যবহারকারী আবার লিখেছেন, ‘ধোনিকে সাউথ ইন্ডিয়ান অভিনেতাদের মতো লাগছে।’ আর এক X ব্যবহারকারী আবার লিখেছেন, ‘এই মানুষটার জন্য বয়স শুধু সংখ্যা মাত্র।’
Post A Comment:
0 comments so far,add yours