২ দিন পর উদ্ধার কুমিরে টেনে নিয়ে যাওয়া নিখোঁজ মানিকের দেহ
অবশেষে উদ্ধার হল কুমিরে টেনে নিয়ে যাওয়া সত্য দাসপুরের মানিক ভক্তার দেহ। ২ দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে নদীর চরে মানিকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই পুলিস ও বনদপ্তরের কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত
সোমবার দুপুরে পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাস পুরের বাসিন্দা মানিক ৩ সঙ্গীর সাথে জগদ্দল নদীতে দোন ফেলে কাঁকড়া ধরতে গিয়েছিল। বিকেল নাগাদ একটি কুমির এসে মানিককে টেনে নিয়ে নদীতে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন লঞ্চ নিয়ে খোঁজাখুঁজির পর অবশেষে আজ মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে নদীর চরে।
ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Post A Comment:
0 comments so far,add yours