মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রায় দুই লক্ষেরও বেশি ভোটে জয়ী হলো তৃণমূলের প্রার্থী বাপি হালদার

ভোট কেন্দ্র থেকে বেরোতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস প্রার্থীকে ঘিরে। মালা পরিয়ে সবুজ আবির উড়িয়ে চলল জয়ের উৎসব। তৃণমূলের গড়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী বাপি হালদার। গড় অটুট রাখলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে সিপিএমকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আইএসএফ। জয় ঘোষণার আগেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মিশে গেলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার, বাপিকে কাছে পেয়ে ফুলের মালা গলায় পড়িয়ে দেওয়ার পাশাপাশি সবুজ আবির ছড়িয়ে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের নেতারা ও কর্মী-সমর্থকেরা। মিছিল চললো মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে।
 মথুরাপুরের মানুষকে এই জয় উৎসর্গ করলেন তৃণমূলের প্রার্থী বাপি হালদার,এই বিষয়ে তৃণমূলের জয়ী প্রার্থী বাপি হালদার জানা, মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের জয় উৎসর্গ করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। তিনি আরও বলেন, কোনো কুৎসা করে বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না। উন্নয়ন ও প্রগতির পক্ষে রয়েছে বাংলার মানুষ। সিপিএম বিজেপির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তাই আজ ওদের এরকম ফল।

দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌরভ মন্ডল রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours