সুস্মিতা সেনের ব্যাগের মধ্যে সব সময় থাকে সেই সসের প্যাকেট। রেস্তোরাঁ কি সসের প্যাকেট পাওয়া যায় না? তাহলে সুস্মিতা ব্যাগের মধ্যে সসের প্যাকেট বহন করেন কেন? এর উত্তর সুস্মিতা নিজেই দিয়েছিলেন একবার।

পার্সে সসের প্যাকেট নিয়ে কেন ঘোরেন সুস্মিতা, কারণ জানলে হাসবেন...
সুস্মিতা সেন।


সুস্মিতা সেন কে কে না চেনেন। কিন্তু তাঁর এই অদ্ভুত স্বভাব সম্পর্কে কতজন জানেন? জানেন কি, রেস্তোরাঁয় খেতে গেলে এক প্যাকেট টমেটো সস সঙ্গে করে নিয়ে যান সুস্মিতা। ব্যাগের মধ্যে সব সময় থাকে সেই সসের প্যাকেট। রেস্তোরাঁ কি সসের প্যাকেট পাওয়া যায় না? তাহলে সুস্মিতা ব্যাগের মধ্যে সসের প্যাকেট বহন করেন কেন? এর উত্তর সুস্মিতা নিজেই দিয়েছিলেন একবার।


জীবনের কিছুটা সময় লন্ডনের মতো জায়গায় কাটিয়েছেন সুস্মিতা। সেখানকার খাবার তাঁর একেবারেই ভাল লাগত না। তিনি মাছে-ভাতে বাঙালি। ঝাল-ঝোল-অম্বল খেয়ে বড় হয়েছেন। বড় হয়েছেন দিল্লিতেও। সেখানে পরোটা তাঁর প্রিয়। লন্ডনে থাকার সময় সেখানকার বিস্বাদ খাবার খেয়ে মুখ অরুচি ধরে গিয়েছিল সুস্মিতার। তাই যখনই রেস্তোরাঁয় খেতে যেতেন, সঙ্গে করে নিয়ে যেতেন এক প্যাকেট টমেটো সস। লন্ডনের সব খাবারই সিদ্ধ। সেই সিদ্ধ খাবার খাওয়ার সময় তাতে ছড়িয়ে নিতেন সহজ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours