নিট পরীক্ষার ফল প্রকশের পরই ওঠে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। দেশজুড়ে নিট বিতর্কের মাঝেই ইউজিসি-নেট পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের অভিযোগ। রাতারাতি বাতিল হয়ে যায় নেট পরীক্ষা। এরপর সিএসআইএর-নেট, নিট-পিজি পরীক্ষাও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

পরীক্ষার 'কলঙ্ক' ঘোচাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, জালিয়াতি রুখতে কী কাজ করবে কমিটি, বোঝালেন শিক্ষামন্ত্রী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


প্রশ্নফাঁসের অভিযোগ। বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষা। নিট-নেট বিতর্ক নিয়ে জর্জরিত শিক্ষা মহল। এই দুর্নীতি-জালিয়াতি রুখতেই এবার কড়া শিক্ষা মন্ত্রক। স্বচ্ছ ও সুষ্ঠভাবে পরীক্ষা প্রক্রিয়া পরিচালন করতেই কেন্দ্রের তরফে তৈরি করা হল উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও জানালেন, “স্বচ্ছ, জালিয়াতি মুক্ত ও ত্রুটিমুক্ত পরীক্ষার ব্যবস্থা করা আমাদের অঙ্গীকার।”


নিট পরীক্ষার ফল প্রকশের পরই ওঠে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। দেশজুড়ে নিট বিতর্কের মাঝেই ইউজিসি-নেট পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের অভিযোগ। রাতারাতি বাতিল হয়ে যায় নেট পরীক্ষা। এরপর সিএসআইএর-নেট, নিট-পিজি পরীক্ষাও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours