জানা গিয়েছে পিয়া নাকি ভোট দেননি বিজেপিকে। এই কথা পিয়ার সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট প্রকাশিত হয়েছে। তাঁকে ট্যাগ করে এমন একটি বক্তব্য রেখেছেন পিয়ারই এক পরিচিত। সেই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "বিজেপিকে ভোট দিইনি।"

'বিপেজিকে ভোট দিইনি!' বাড়ি ফিরে বলেই দিলেন পরমব্রতর স্ত্রী পিয়া?
পরমব্রত-পিয়া।


এই তুই কাকে ভোট দিলি রে? লোকে এমন প্রশ্ন করেন বটে, কিন্তু কেউ জানাতে চান না কোন দলের সমর্থক তিনি। এটা একটা সিক্রেট। অনেক সময় আবার ওপেন সিক্রেটও। আগে হলে চায়ের দোকানে তর্কাতর্কি থেকেই অনুমান করা যেত, কে কার সাপোর্টার। পরবর্তীতে সেই চায়ের দোকানের আড্ডাটাই যখন সোশ্যাল মিডিয়ার মোড়কে পরিণত হল, বিবিধ পোস্ট এবং শেয়ারিং থেকে বোঝা যেত আসলে কে কার দলে। অনেকটা সেই রকমই বিষয় ঘটেছে গায়ক-সমাজসেবী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীর ক্ষেত্রে।


জানা গিয়েছে পিয়া নাকি ভোট দেননি বিজেপিকে। এই কথা পিয়ার সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট প্রকাশিত হয়েছে। তাঁকে ট্যাগ করে এমন একটি বক্তব্য রেখেছেন পিয়ারই এক পরিচিত। সেই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বিজেপিকে ভোট দিইনি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours