লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তবে বিজেপির কার্তিকচন্দ্র পালের কাছে পরাজিত হতে হয় তাঁকে। এবার রায়গঞ্জ বিধানসভার নির্বাচন রয়েছে। প্রাথমিক ভাবে প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম উঠে এলেও উপ নির্বাচনে নতুন মুখও খুঁজছে তৃণমূল।

লোকসভায় হারের পরও কি উপনির্বাচনে কৃষ্ণর উপরই ভরসা রাখবে তৃণমূল?
কৃষ্ণ কল্যাণী


রায়গঞ্জ: লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই ফের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই হবে ভোটগ্রহণ। যে সব কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে অন্যতম হল রায়গঞ্জ বিধানসভা। আর এই বিধানসভা কেন্দ্রে আবারও কি কৃষ্ণ কল্যাণীর উপরই তৃণমূল ভরসা রাখতে চলেছে? সেই নিয়ে বাড়ছে জল্পনা।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তবে বিজেপির কার্তিকচন্দ্র পালের কাছে পরাজিত হতে হয় তাঁকে। এবার রায়গঞ্জ বিধানসভার নির্বাচন রয়েছে। প্রাথমিক ভাবে প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম উঠে এলেও উপ নির্বাচনে নতুন মুখও খুঁজছে তৃণমূল।

শাসক শিবিরের অন্দর সূত্রে খবর, রায়গঞ্জের পুর প্রশাসক তথা জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাসের নাম রয়েছে তৃণমূল প্রার্থী হিসেবে। এছাড়াও, রায়গঞ্জের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমুলের উপপ্রধান অনন্যা মজুমদার, রায়গঞ্জ পুরসভার উপ-পুর প্রশাসক তথা জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার সহ একাধিক নাম সামনে আসছে প্রার্থী হিসেবে।

এখন দেখার লোকসভায় হারের পর আবারও বিজেপি ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক কৃষ্ণতেই ভরসা রাখবে তৃণমূলের হাই কমান্ড, নাকি নতুন জেলারই কোনও মুখ বা কোনও সেলিব্রেটি প্রার্থী এনে চমক দেয় শাসক দল? প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-র টিকিটে জেতেন কৃষ্ণ কল্যাণী। এরপর ২০২১ সাল নাগাদ পদ্ম-শিবির ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর বিধানসভার পিএসসি-র চেয়ারম্যান করা হয় তাঁকে। এই পদেই একসময় ছিলেন মুকুল রায়। এরপর ২০২৪-এর লোকসভার প্রার্থী করা হয় কৃষ্ণ কল্যাণীকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours