ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস।

নিশীথ হারতেই কোচবিহারে ঘুরছে খেলা, ফের মাস্টারস্ট্রোক তৃণমূলের
ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান


কোচবিহার: নিশীথ হারতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। কোচবিহারের মাতালহাট অঞ্চল এবার তৃণমূলের দখলে। জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাতালহাট অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়। তবে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হারের পর কোচবিহার জুড়ে বিভিন্ন অঞ্চলেই দখল নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপির শক্ত ঘাঁটি মাতালহাট অঞ্চলেও দখল নিল তৃণমূল। 


ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা ১ নং ব্লকের বিজেপি পরিচালিত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র বর্মন সহ ১৫ জন পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন ও দিনাটা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু চন্দ্র রায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours