ছবি নিয়ে প্রথম থেকে বেজায় উৎসাহী দর্শকেরা। কারণ এই প্রযোজনা সংস্থার সর্বাধিক খরচ সাপেক্ষ্য ছবি হতে চলেছে বহুরূপী, তেমনটাই খবর।
'দিল্লিতে ভয়ানক চ্যালেঞ্জের মুখে...', জামাইষষ্ঠীতে এ কোন খবর শোনালেন শিবপ্রসাদ?



শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়। একের পর এক হিট ছবি বাংলা সিনেজগতকে উপহার দিয়েছেন তাঁরা। এবার নজরে বহুরূপী। তাঁদের পরিচালনায় তৈরি বহুরূপী মুক্তি পেতে চলেছে এবছর পুজোতেই। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়-ঋতাভরী চক্রবর্তী। উইন্ডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ ছবিতে এই দুই স্টার ছাড়াও রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও। সত্যি ঘটনা অবলম্বনেই নাকি এই ছবি তৈরি বলেই খবর। তারই শুটিং-এর বেশ কিছু ঝলক আগেই সামনে এনেছিলেন পরিচালক। ছবি নিয়ে প্রথম থেকে বেজায় উৎসাহী দর্শকেরা। কারণ এই প্রযোজনা সংস্থার সর্বাধিক খরচ সাপেক্ষ্য ছবি হতে চলেছে বহুরূপী, তেমনটাই খবর।

এই ছবির এবার নতুন আপডেট শেয়ার করে নিলেন প্রযোজক। জামাইষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়ায় ছবির ব়্যাপআপের খবর জানিয়ে লিখলেন, ”বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হলো। ৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সবকিছু মাথায় নিয়ে তারা কাজ করেছে। ছিল অ্যাকসিডেন্ট, তারপর অপেক্ষা, তারপর ফিরে আসা। সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড় পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে।”



এই প্রযোজনা সংস্থার ছবি মানেই দর্শক মনে তা আলাদাই মাত্রা যোগ করে। ছবির উপস্থাপনার ক্ষেত্রে প্রতিবার পারদর্শিতা দেখিয়েছেন এই পরিচালকদ্বয়। ফলে বহুরূপীও যে আরও এক মাস্টারপিস হতে চলেছে, তা নিয়ে আশাবাদী সকলেই। এখন দেখার পুজোর বক্স অফিসে শেষ হাসি হাসে কে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours