রেলযাত্রীদের জন্য আগামী ১০ দিন চরম দুর্ভোগ, এক্সপ্রেস সহ বাতিল বহু লোকাল ট্রেন
আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে চলবে নন ইন্টারলকিং এর কাজ। সেজন্যই খড়গপুর ডিভিশনে বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। বুধবার খড়ডপুর ডিভিশন সূত্রে খবর, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
এই কাজ চলাকালীন (২২ জুন-১জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল-সহ খড়গপুর ডিভিশনের মোট ১৬৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনও।
কাকদ্বীপ ডট কম নিউজ টিম
Post A Comment:
0 comments so far,add yours