ভেসেল কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল এক যুবকের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাট থেকে একটি ভেসেল যাত্রী বোঝাই করে নিয়ে ১৪ই জুন শুক্রবার দুপুর ২:১৫ মিনিট নাগাদ সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটের দিকে আসার পথে শুক্রবার আনুমানিক দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ হঠাৎই ওই ভেসেলের ভেসেল কর্মীরা ও যাত্রীরা দেখতে পায়
মুড়িগঙ্গা নদীর মাঝখানে একজন যুবক ভাসছে এরপর তারা ওই ভেসেলটিকে ওই যুবকের কাছাকাছি নিয়ে গিয়ে ভেসেল থেকে কাছিতে করে রিং বয়া বেঁধে ওই যুবককে উদ্ধার করে ভেসেলে ওঠায় ভেসেল কর্মীরা,এরপর ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে,ওই যুবকের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি,বর্তমানে সুস্থ রয়েছে অজ্ঞাত পরিচয় ওই যুবক,কি কারনে ওই যুবক মুড়িগঙ্গা নদীর মাঝখানে এলো তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি,প্রশাসনের প্রাথমিকভাবে অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন রয়েছে তাই ওই যুবক তারা নিজের নাম ঠিকানা বলতে পারছে না,
এখানে বলা যেতে পারে আরো একবার ভেসেল কর্মীরা নিজেদের সাহসিকতার পরিচয় দিয়ে ভেসেল কর্মীদের তৎপরতায় এক অজ্ঞাত পরিচয়ের তরতাজ যুবকের প্রাণ বাঁচালো,
মুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে ওই অজ্ঞাত পরিচয় যুবককে উদ্ধারের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours