ঘূর্ণিঝড় রেমালের ফলে সাগর ব্লকের বিভিন্ন জায়গায় গাছ কাটায় হাত লাগালো NDRF ও সিভিল ডিফেন্সের কর্মীরা, উপস্থিত সাগরের বিডিও
২৬ শে মে রবিবার রাতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমালা,এই ঘূর্ণিঝড় রেমালের ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয় সুন্দরবনের সাগর ব্লকে,এই ঘূর্ণিঝড় রেমালের ফলে সুন্দরবনের সাগর ব্লকে বিভিন্ন জায়গায় মানুষের বাড়ির উপর ও রাস্তার উপরে গাছ পড়ে থাকে এবং যেখানে সেখানে ইলেকট্রিক পোস্টও পড়ে যায়
এরপর সাগর ব্লকের বিভিন্ন জায়গায় ওই সমস্ত গাছ কাটায় হাত লাগালো NDRF ও সিভিল ডিফেন্সের কর্মীরা,সোমবার সকাল থেকে NDRF ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে থেকে ওই সমস্ত পড়ে যাওয়া গাছ কাটার পুরো বিষয়টি খতিয়ে দেখেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে সাগরের বিডিও কানাইয়া কুমার রায় কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours